বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১

জাবির আবৃত্তি সংগঠন ধ্বনি’র নতুন কার্যনির্বাহী কমিটি

জাবির আবৃত্তি সংগঠন ধ্বনি’র নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি দেবাঞ্জনা দেব ও সাধারণ সম্পাদক অর্পিতা প্রধান। ছবি: কোলাজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবৃত্তি সংগঠন ধ্বনি ২০২৫-২৬ সেশনের কমিটি ঘোষণা করেছে।

আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী দেবাঞ্জনা দেব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী অর্পিতা প্রধান।

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি ইফফাত শারমিন নিঝুম, সহ-সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ শিহাব, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক সম্পাদক নাবিলা মাহমুদ, অর্থ সম্পাদক যানিব হাসান মাটিয়া, সহ-অর্থ সম্পাদক রাশেদ রেজা।

এছাড়াও কমিটিতে রয়েছেন, দপ্তর সম্পাদক কাজী জাহানারা হেলেন, সহ-দপ্তর সম্পাদক ফাইমা আক্তার বর্ষা, প্রচার ও যোগাযোগ সম্পাদক হিমাদ্রী শেখর দেবনাথ বাধন, সহ-প্রচার ও যোগাযোগ সম্পাদক মো. আঙ্গুর মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিলি আক্তার শ্রাবন্তী, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুস সাকিব, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাবাব শাহরিয়ার অর্ক, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফজলে রাব্বি।

কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে আছেন, সুমাইয়া আমিন ঐশী, তাফরিয়া জেরিন রাকা, সুমিত কুন্ডু, আঁখি আক্তার, মোহিনী তামিম।