বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯

কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

শনিবার কুমিল্লায় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ব্রিফিং অনুষ্ঠিত। ছবি: বাসস

কুমিল্লা (দক্ষিণ), ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলায় ৭৯৭টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ৫ হাজার ৯৬ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 

ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি’র কুমিল্লা রেঞ্জের কমান্ডার মো. মাহবুবুর রহমান। 

কুমিল্লা জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামানের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তোজ জোহরা এবং আদর্শ সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা শরীফ ইবনে আলম। 

ব্রিফিংয়ে বলা হয়, সারাদেশে ২৪ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপে প্রায় ২ লাখ প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। এরই অংশ হিসেবে জেলায় প্রথম ধাপে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৯৮টি পূজামণ্ডপে একহাজার ৮৮২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন ছিল। আজ শনিবার থেকে পূজার মূল আনুষ্ঠানিকতা পর্যন্ত পূর্ণমাত্রায় দায়িত্ব পালন করবেন ৫ হাজারেরও বেশি সদস্য।

কুমিল্লা রেঞ্জের কমান্ডার মো. মাহবুবুর রহমান বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে ও নিরাপদে সম্পন্ন করতে আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এবারের পূজায় প্রথমবারের মতো বিশেষ ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’ ব্যবহার করা হচ্ছে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যরা যদি কোনো দুর্ঘটনা, হুমকি বা অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন, তাৎক্ষণিকভাবে অ্যাপসের মাধ্যমে রিপোর্ট করতে পারবেন। ফলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তিনি জানান, কুমিল্লা রেঞ্জের ৬ জেলায় আনসার ব্যাটালিয়নের ৮টি স্ট্রাইকিং টিম নিয়মিত টহল পরিচালনা করবে। পাশাপাশি কুমিল্লায় দুইটি ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।