শিরোনাম
হবিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাহুবলে খুরশিদা-হেকিম শিক্ষা বৃত্তি ও শ্রেষ্ঠ শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মিরপুর সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের আয়োজনে আজ শনিবার দুপুর ১১টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
সানশাইন মডেল স্কুল এন্ড কলেজের পৃষ্ঠপোষক আকাদ্দছ মিয়া বাবুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. আব্দুল হাই।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, আলিফ সোবহান কলেজের শিক্ষক সাদিকুর রহমান, সানসাইন মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা শামছুদ্দিন আহমেদ।
এতে বক্তব্য দেন, শিক্ষার্থী নাজনীন আক্তার, মাহিশা, আফাত আরা প্রমুখ।
সভা শেষে ১২৪ জন শিক্ষার্থী ১২ জন শ্রেষ্ঠ শিক্ষকের মধ্যে শিক্ষা বৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়।