বাসস
  ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৮

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হবিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা-সিলেট মহাসড়কের জেলার মাধবপুরে আজ ট্রাকের ধাক্কায় সুশীল দাস প্রামানিক (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১ জন।

নিহত সুশীল সুরমা চা বাগানের বালক দাস প্রামানিকের ছেলে। সে স্থানীয় একটি ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করতো।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সুশীল তার সহকর্মীকের সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে একটি ফ্যাক্টরীতে যাচ্ছিল। এ সময় মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকাগামী একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুশীল মারা যায়। গুরুতর আহত তার সহকর্মীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  ওসি আরো জানান, ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে।