শিরোনাম
রংপুর, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রংপুর নগরীর দমদমা এলাকায় পিকআপ ভ্যানে ট্রাকের ধাক্কায় মা ও ছোলেসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
শুক্রবার ভোর রাত ৪টার দিকে দমদমা ব্রিজের ইউটার্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রংপুরের পীরগাছার বাসিন্দা মো. মোতালেবের স্ত্রী শাহীনা বেগম (২৮) ও তাদের এক বছরের সন্তান মো. ওয়ালিদ। এছাড়া নিহত হয়েছেন পিকআপের হেলপার মো. আরিফ।
পুলিশ জানায়, ঢাকা থেকে পিকআপ ভ্যানে করে স্ত্রী-সন্তান নিয়ে বাড়ি ফিরছিলেন পীরগাছার বাসিন্দা মো. মোতালেব। রংপুরে দমদমা এলাকায় এসে ইউটার্ন নেওয়ার সময় বালুবাহী একটি ট্রাক পিকআপকে সজোরে ধাক্কা দিলে শাহীনা বেগম, ওয়ালিদ, ও পিকআপের হেলপার আরিফ নিহত হন।
পুলিশ আরও জানায়, মোতালেব ও পিকআপের চালকসহ অন্যরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ট্রাকের চালক ও হেলপারকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
তথ্য নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহজাহান বলেন, মরদহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।