শিরোনাম
ঝিনাইদহ, ২১ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার মহেশপুর উপজেলায় আজ রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকাল ৫টায় মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও জাসাসের সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান।
মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফুজ্জামান। এ সময় মহেশপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মহিউদ্দিন মহি, জেলা কৃষকদলের সদস্য মুকুল হোসেন, উপদেষ্টা আবুল কাশেম সদ্দার, উপজেলা মৎসজীবী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মুসা, ফতেপুর ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি লুৎফর রহমান, ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, ফতেপুর বাজারে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও জাসাসের সাবেক সাধারণ সম্পাদক মনির খান।