বাসস
  ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৫

পটুয়াখালীতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন

ছবি : বাসস

পটুয়াখালী, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার বাউফলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন ও কর্ম নিয়ে প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে।

আজ শনিবার রাত সাড়ে ৮টার সময় স্থানীয় রিকশা স্ট্যান্ডে উপজেলা বিএনপির সর্বকনিষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিনের উদ্যোগে এ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এই প্রমাণ্য চিত্র সকল শ্রেণি পেশার লোকজন উপভোগ করেন।

এ বিষয়ে বিএনপি নেতা সামুয়েল আহমেদ লেনিন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন কর্ম নিয়ে প্রজেক্টেরের মাধ্যমে এ প্রামাণ্যচিত্র উপজেলার বিভিন্ন জনপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে।’

তিনি বলেন, বিএনপির গৌরবের ইতিহাস দেশ ও জাতির সামনে তুলে ধরাই আমার মুল উদ্দেশ্য। বিগত ১৭ বছর দেশের ছাত্র জনতার কাছে স্বৈরাচারী হাসিনা সরকার বিএনপির ও বাংলাদেশের প্রকৃত ইতিহাস আড়াল করে রেখেছিলো। কিন্তু প্রকৃত ইতিহাস জানার অধিকার আছে দেশের সবার।

সচেতন মহল বিএনপি নেতার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।