শিরোনাম
বগুড়া, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার সাবগ্রাম চকঝপু জিগাতলা গ্রামে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ৩টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে, আমরা বিএনপি পরিবার।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে ৩টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন, আমরা বিএনপি পরিবারের আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
আতিকুর রহমান বলেন, সোশ্যাল মিডিয়াতে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের বিষয়ে জানতে পেরে আমাদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, সমাজের অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের সবসময় নির্দেশনা দেন তারেক রহমান।
আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত মোফাজ্জ্বল হোসেন বলেন, তারেক রহমান আমাদের খোঁজ-খবর নিয়েছে আর্থিক অনুদান দিয়েছে আমরা খুব খুশি। আমরা বেগম খালেদা জিয়ার জন্য ােয়া করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুক। তারেক রহমান দেশে এসে বাংলাদেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাক।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী রংপুর বিভাগের সমন্বয়কারী বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, শাহাদত হোসেন, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, আরডিএ যুগ্ম পরিচালক আব্দুল মজিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ্ নয়ন, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, পদ্মপাড়া জেড ফোর্সের সাধারণ সম্পাদক কমল প্রমুখ।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে মামুনুর রশিদ, মিনার হোসেন ও মোফাজ্জল হোসেনের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।