বাসস
  ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৮

খুলনায় মানবাধিকার বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু

খুলনায় মানবাধিকার বিষয়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু। ছবি : বাসস

খুলনা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): নগরীতে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 

প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠান বুধবার জেলা সমাজ সেবা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ মোস্তফা। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব সেবা ও সামাজিক উন্নয়ন সংস্থার (মাসাস) সভাপতি অ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু। সভাপতিত্ব করেন মাসাসের নির্বাহী প্রধান শামীমা সুলতানা শীলু।

প্রশিক্ষণটি সুইজারল্যান্ড ও কানাডার অর্থায়নে অপরাজেয় বাংলাদেশ কনসোর্টিয়ামের সহায়তায় নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ), পারায়ণ (অন্তর্ভুক্তকরণ)  প্রকল্পের আওতায় স্থানীয় বেসরকারি উন্নয়নমূলক সংস্থা মাসাস বাস্তবায়ন করছে।

এ প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের মধ্যে জেন্ডার সংবেদনশীলতা বৃদ্ধি করা, নারীর অধিকার ও শিশুদের সুরক্ষা, নারী উন্নয়ন নীতি সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং নারী-পুরুষ সমতা নিশ্চিত করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশিক্ষণে জেলার বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন। 

মাসাসের নির্বাহী প্রধান শামীমা সুলতানা শীলু বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারি কর্মকর্তা, সমাজসেবা কর্মী এবং স্থানীয় নেতাদের মধ্যে নারীর ক্ষমতায়ন, মানবাধিকার, ও সুষম উন্নয়নের ধারণাগুলো সুস্পষ্টভাবে স্থান পাবে। এটি সমাজে নারী ও শিশুদের অধিকারের প্রতি সচেতনতা বাড়াতে সাহায্য করবে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।