শিরোনাম
চট্টগ্রাম, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘অনগ্রসর, প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে প্রায়োগিক নৃবিজ্ঞানের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শ্রেণিকক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।
তিনি বলেন, নৃবিজ্ঞান হলো মানব বিজ্ঞান। এটা মূলত মানুষের বিজ্ঞান সম্মত পঠন-পাঠন। এর মূল প্রতিপাদ্য বিষয় হলো মানুষের সংস্কৃতিকে অনুধাবন করা, সংস্কৃতির বিবরণ তৈরি করা এবং এর মাধ্যমে মানুষের জীবন ও সমাজের সঠিক ও সামগ্রিক চিত্র তুলে ধরা। নৃবিজ্ঞানীরা বর্তমানে মানুষের জীবন প্রণালীর সঠিক বিষয়াবলি অধ্যয়নের মাধ্যমে তাদের শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র ও বাসস্থানসহ জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃবিজ্ঞান বিভাগের সভাপতি ও চবি ছাত্র-ছাত্রী নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চবির নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহামেদ, অধ্যাপক ড. মুহাম্মদ আলা উদ্দিন, অধ্যাপক ড. খাদিজা মিতু, সহযোগী অধ্যাপক ড. মোশরেকা অদিতি হক, সাবিহা রাইয়ান শশী, সহকারী অধ্যাপক ফারিয়া মাহ্জেবীন, সহকারী অধ্যাপক মো. আসাদুল হক, ড. তনিমা সুলতানা, মোক্তার আহমেদ চৌধুরী, প্রভাষক দাইয়ান বেলাল ও প্রভাষক সাদেকা তামান্না।
অনুষ্ঠানে আরও ছিলেন চবির অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরীকে নৃবিজ্ঞান বিভাগের পক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিভাগের শিক্ষার্থীদের মাঠকর্ম ও গবেষণা কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি ইনস্টিটিউটের পক্ষ থেকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।