বাসস
  ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৩

সাতক্ষীরার শ্যামনগরে মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন 

আজ সাতক্ষীরার শ্যামনগরে মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন । ছবি : বাসস

সাতক্ষীরা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার শ্যামনগর উপজেলায় আজ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার বিকালে উপজেলার মালঞ্চ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন। 

শ্যামনগর উপজেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারভীন ঝর্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রহিমা আক্তার কল্পনার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ ও জেলা বিএনপির সদস্য এডভোকেট এম এ আশেক এলাহী মুন্না।