শিরোনাম
কিশোরগঞ্জ (হাওর), ১৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস): জেলার ইটনায় ‘খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয়' (ওএমএস) এর ৭২ বস্তা চালসহ নৌকার তিন মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। চালের ডিলার শাহজাহান পলাতক রয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা ইউনিয়ন পুলিশ ফাঁড়ির উপপরির্দশক সামাদ মিয়ার নেতৃত্বে বাদলা উজান শিমুল গৌরনদীর মাছের খাড়ির সামনে থেকে চালসহ ইঞ্জিনচালিত একটি ট্রলার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের পূর্ব গ্রামের আব্দুর রহিম মিয়ার পুত্র লেলিন মিয়া (৩৬), একই গ্রামের এখলাছ মিয়ার পুত্র নিয়ামুল মিয়া (৩০) ও আজিজুল মিয়ার পুত্র সাইদুল ইসলাম (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির অধীনে মৃগা ইউনিয়নের ডিলার শাহজাহান মিয়া ইটনা সরকারি খাদ্য গুদাম থেকে ৩১৬জন কার্ডধারী সুবিধাভোগীর জন্য ১০ মেট্রিকটন ৮৩০ কেজি চাল উত্তোলন করে।
ডিলার উত্তোলনকৃত চালের সিংহভাগ সুবিধাভোগীদের মাঝে বিক্রি না করে বেশি দামে কালোবাজারে বিক্রির জন্য পার্শ্ববর্তী তাড়াইল উপজেলায় নিয়ে যাওয়ার সময় ৭২ বস্তা চালসহ তিন মাঝিকে গ্রেপ্তার করে পুলিশ।
ডিলারের বিরুদ্ধে ইটনা থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে পলাতক ডিলারের সাথে কথা বলতে তার নম্বরে বার বার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।
ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় নৌকার তিন মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। ডিলারসহ এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।