শিরোনাম
চট্টগ্রাম, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় সময়সীমা একদিন বাড়িয়ে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
আজ বুধবার বেলা ১১টায় চাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নের সময়সীমা বৃদ্ধির দাবি জানায় শাখা ছাত্রদল। এসময় তারা প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিনের কাছে লিখিত আবেদন জমা দেয়। এরপর জরুরি বৈঠক বসে নির্বাচন কমিশন।
বেলা ১২টা ১৫ মিনিটে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল মনোনয়নপত্র নেয়ার শেষ দিন ছিল। আজকের বৈঠকের সিদ্ধান্তে শিক্ষার্থীরা বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেন। ঘোষিত তফসিল অনুযায়ি আজ বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত জমা দেয়ার সময় বাড়ানো হয়।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘সংঘর্ষে আহতসহ অনেক শিক্ষার্থীর দাবির পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র নেয়া ও জমা দেয়ার সময়সীমা বৃদ্ধির জন্য নির্বাচন কমিশন বরাবর লিখিত আবেদন দিয়েছি।’
লিখিত আবেদনে ছাত্রদল জানায়, গত ৩০ ও ৩১ আগস্ট গ্রামবাসীর হামলায় আহত হয়ে অনেক শিক্ষার্থী এখনও গ্রামের বাড়িতে অবস্থান করছেন। একইসঙ্গে বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা চলায় নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারেননি। এমন পরিস্থিতিতে মনোনয়ন জমাদানের সময়সীমা আরও দুইদিন বাড়ানো হলে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা যেতো।
আজ বুধবার চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী জানান, গত রোববার থেকে চাকসু ও হল সংসদের নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। তিনদিনে মনোনয়নপত্র নিয়েছেন ১ হাজার ৬৩ জন। এর মধ্যে চাকসুতে প্রতিদ্বন্দ্বিতার জন্য নিয়েছেন ৪৭৪ জন। মনোনয়নপত্র বিতরণের শেষদিনে গতকাল মঙ্গলবার চাকসুর জন্য ৩৭৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। শুরুর দিন গত রোববার (১৪ সেপ্টেম্বর) ২৬ জন এবং সোমবার ৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ পর্যন্ত হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র নিয়েছেন ৫৮৯ জন। এরমধ্যে মঙ্গলবার ৫১৬ জন, রোববার দু’জন এবং সোমবার ৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। অন্যদিকে গতকাল পর্যন্ত চাকসুর জন্য ১৪ জন ও হল সংসদের জন্য পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, চবিতে মোট ১৫টি হল সংসদের নির্বাচন হবে। এর মধ্যে এ এফ রহমান হলে ৪২ জন, আলাওল হলে ৩৮ জন, আমানত হলে ৪৪ জন, বিজয়-২৪ হলে ৩৯ জন, অতীশ দীপঙ্কর হলে ৪৭ জন, ফরহাদ হলে ৫৭ জন, খালেদা জিয়া হলে ৩৭ জন, মাস্টারদা সূর্য সেন হলে ৩৮ জন, নবাব ফয়জুন্নেছা হলে ১৪ জন, প্রীতিলতা হলে ৩৩ জন, রব হলে ৩৭ জন, রশিদ হলে ২৫ জন, নাহার হলে ২৫ জন, শাহজালাল হলে ৪১ জন ও সোহরাওয়ার্দ্দী হলে ৭২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ৫৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ১৫টি হলের অধীনে নির্বাচনে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন।