শিরোনাম
চট্টগ্রাম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
এ সময় পুলিশ সুপার বলেন, ‘দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের অনন্য প্রতীক। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য জেলা পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।’
সভায় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, ভলান্টিয়ার নিয়োগ, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পার্কিং ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার পূজামণ্ডপের নিরাপত্তায় ১৭ দফা নির্দেশনা দেন।
নির্দেশনাগুলো হল- পূজা কমিটির ভেটিংকৃত স্বেচ্ছাসেবকদের তালিকা সংশ্লিষ্ট থানার ওসির কাছে জমা দেওয়া, প্রতিটি পূজা মণ্ডপে ডিভিআরসহ সিসিটিভি বা আইপি ক্যামেরা স্থাাপন ও মনিটরিংয়ের ব্যবস্থা, নির্দিষ্ট স্থানে ভলান্টিয়ারদের সহযোগিতায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা, প্রতিটি থানায় এবং পুলিশ সুপার কার্যালয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা থাকবে, দ্রুত প্রতিক্রিয়ার জন্য থানাভিত্তিক বিশেষ টিম গঠন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন দুষ্কৃতিকারীদের তালিকা পুলিশকে সরবরাহ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে সতর্ক থাকা এবং সংশ্লিষ্ট লিংক দ্রুত মুছে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্দেশনার মধ্যে রয়েছে, পূজা উদযাপন পরিষদের কমিটি সংক্রান্ত বিরোধ দ্রুত মীমাংসা, পূজা মণ্ডপের সামনে ও পেছনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং বিদ্যুৎ চলে গেলে জেনারেটর বা চার্জার লাইট ব্যবহার নিশ্চিত করা, স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সম্প্রীতি কমিটি গঠন করে সতর্কতা অবলম্বন, পূজা মণ্ডপের আশপাশে রাস্তা ও ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ এবং রাস্তায় গাড়ি পার্কিং বন্ধের ব্যবস্থা করা, পূজা উপলক্ষে কোনো মেলা বা অন্য অনুষ্ঠান আয়োজন নিরুৎসাহিত করা এবং নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জন শেষ করা।
এ ছাড়া যেকোনো পরিস্থিতিতে পুলিশ কন্ট্রোল রুমের ০১৩২০-১০৮৩৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
সভায় জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা ছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জরা উপস্থিাত ছিলেন।