বাসস
  ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫০

সুনামগঞ্জে ভারতীয় ১২টি গরু আটক

ছবি: বাসস

সুনামগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১২টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ মঙ্গলবার সকাল ৭ টায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় আশাউড়া বিওপি কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে শাহাপুর থেকে গরুগুলো আটক করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৬,০০,০০০/- (ছয় লাখ) টাকা। ২৮ বিজিবি পাঠানো প্রেসবিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।