বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৮:২২

চট্টগ্রামে র‌্যাব কর্মকর্তাকে হত্যা মামলায় গ্রেফতার আরো ২

চট্টগ্রাম, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় র‌্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় করা মামলায় আরো দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ মঙ্গলবার র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান,  রোববার ও সোমবার রাতে নগরীর খুলশী এবং বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— চাঁদপুর জেলার শাহরাস্তি নরুমপুর এলাকার শাহজাহান মোল্লা ওরফে দেলোয়ার হোসেনের ছেলে মিজান (৫৩) এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে মামুন (৩৮)। 

গত ২২ জানুয়ারি জাহিদ, ইউনুস ও আরিফ নামে তিনজনকে গ্রেফতারের কথা জানান সীতাকুণ্ড থানার ওসি মো. মাহিনুল ইসলাম।

র‌্যাব কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদেও ভিত্তিতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মিজানকে গ্রেফতার করা হয়। অপর অভিযানে বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকা থেকে গ্রেফতার করা হয় মামুনকে। তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব নিহত হন। এ ঘটনায় আরো তিনজন র‌্যাব সদস্য গুরুতর আহত হন। আহতরা বর্তমানে চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন।

এ ঘটনায় ২১ জানুয়ারি রাতে র‌্যাব-৭ এর ডিএডি পদমর্যাদার একজন কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন।