বাসস
  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৪

সিলেটে মাঝারি ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি

সিলেট, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সিলেটে মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। আজ রোববার বিকেল ৫টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডের দিকে ভূমিকম্পের ঝাঁকুনি শুরু হয়। এতে নগর ও জেলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদলগুড়ি থেকে ১৪ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৮। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি।