বাসস
  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১

মুন্সীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ

অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার লৌহজং উপজেলায় আজ ৪৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ এবং পরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ রোববার বিকাল ৩ টায় লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের মোষদগাঁও চক এলাকায় উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য অফিস যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানকালে রোববার বিকাল ৩ টায় লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের মোষদগাঁও চক থেকে ৪৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।