বাসস
  ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১১

খাগড়াছড়িতে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সমাবেশ

রোববার জেলার মাটিরাঙ্গা দুর্গম এলাকায় বর্ণাল ইউনিয়নে মাও শিশু স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ ও বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

খাগড়াছড়ি, ১৪ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জেলার মাটিরাঙ্গা দুর্গম এলাকায় বর্ণাল ইউনিয়নে মা-শিশু স্বাস্থ্য বিষয়ক মা সমাবেশ ও বিশেষ মেডিকেল ক্যাম্প   অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে  পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গ্রীন হিল এর সহযোগীতায়  মাটিরাঙ্গা উপজেলার  বর্ণাল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এ বিশেষ মেডিকেল ক্যাম্প ও মা  সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফারুক আব্দুল্লাহ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের আহ্বায়ক জেলা পরিষদের সদস্য নিটল মনি চাকমা, বঙ্গমিত্র চাকমা, গ্রীন হিল এর চেয়ারপারসন টুকু তালুকদার, গ্রীন হিলের প্রকল্প পরিচালক,  সাইলু মং মারমা, জেলা সমন্বয়কারী রূপান্ত চাকমা প্রমুখ।

চিকিৎসা ক্যাম্প ও মা সমাবেশে  বর্ণাল ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকার মায়েরা উপস্থিত ছিলেন। সমাবেশে মা ও শিশু স্বাস্থ্য নিয়ে পরামর্শ প্রদান করা হয়। পরে শতাধিক 'মা'দেরকে  গর্ভনিরোধ ও বিভিন্ন পদ্ধতির চিকিৎসা দেয়া হয়।