শিরোনাম
মাগুরা, ১৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক মো. মুস্তাক হোসেন (৪৬) ও মো. দাউদ আলী বিশ্বাস (৩৭) মাগুরা সদর উপজেলার পারলা গ্রামের মৃত রুস্তম আলী বিশ্বাসের পুত্র। শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতদের কাছ থেকে ১টি চায়না পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২ টি মোবাইল ফোন ও ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান শেষে জব্দকৃত অস্ত্র ও আটক দুইজনকে মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আটকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।