শিরোনাম
টাঙ্গাইল, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার মির্জাপুর উপজেলায় আজ ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে মির্জাপুর শহীদ ভবানী প্রাসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।
মির্জাপুর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে এ অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফজলুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার সালাহউদ্দিন আরিফ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে মির্জাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দেড় শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করা হয়।