শিরোনাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কর্তৃপক্ষ ঘোষণা করেছে, বিশ্ববিদ্যালয়টিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের পর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মানসিক ও শারীরিক ক্লান্তি বিবেচনায় ১৪ সেপ্টেম্বর (রোববার) সব একাডেমিক ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
জাবি রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ভোট গ্রহণ প্রস্তুতি, ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা নিরলসভাবে পরিশ্রম করে ও নির্ঘুম রাত কাটিয়ে এখন পরিশ্রান্ত। এছাড়া, সাধারণ শিক্ষার্থীদের অনেকেই মানসিকভাবে পরিশ্রান্ত। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বিশ্ববিদ্যালয়ের সব অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়েছে।
তবে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে অব্যাহত রাখার জন্য, ভর্তি সংক্রান্ত সব অফিস ১৪ সেপ্টেম্বর নির্ধারিত সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। ভর্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তাদের নিজ-নিজ দায়িত্ব পালনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে স্বাভাবিক শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে। তবে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব নির্ধারিত চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।