বাসস
  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৫

রাজবাড়ীর পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার শুক্রবার বিকেলে আসন্ন দুর্গোৎসব উদযাপন উপলক্ষে গোয়ালন্দ উপজেলার পূজামণ্ডপ প্রস্তুতি পরিদর্শন করেন। ছবি : বাসস

রাজবাড়ী, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার গতকাল শুক্রবার বিকেলে গোয়ালন্দ উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। 

এসময় তার সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট  উছেন মে, উপজেলা নির্বাহী কর্মকর্তা  সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।

ডিসি গোয়ালন্দ উপজেলার চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সার্বজনীন মন্দির, বিজয় বাবু পাড়া মঠ মন্দির, গোয়ালন্দ বালক সমিতি মন্দির, শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির, এবং দৌলতদিয়া বাজার মন্দির পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন। পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

জেলা প্রশাসক, সকলকে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করার জন্য আহ্বান জানান।