বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৮

বিশ্ব ওজোন দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্ব ওজোন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে শুক্রবার আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্ব ওজোন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ শুক্রবার সকালে আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

এবারের বিশ্ব ওজোন দিবসের প্রতিপাদ্য-‘বিজ্ঞানসম্মত কর্ম, ওজোন রক্ষায় বর্ম’। পরিবেশ অধিদপ্তর আয়োজিত   এ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪টি গ্রুপে  অনূর্ধ্ব ১৬ বছর বয়সের ও বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় ৩৫০জন শিশু বিশোর অংশ গ্রহণ করে।  

পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

অংশগ্রহণকারী শিশু-কিশোরকে উৎসাহ দিতে এসময় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, পরিচালক (বায়ুমান  ব্যবস্থাপনা)  মো. জিয়াউল হক, পরিচালক (উপসচিব) (প্রশাসন)  মো. আব্দুল্লাহ আল মাসউদ এবং ওডিএস (ফেজ-১০) প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক  মো. মহিউদ্দিন মানিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।