বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০

সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

ছবি: বাসস

সাতক্ষীরা, ১০ সেপ্টেম্বর , ২০২৫ (বাসস) : জেলায় আজ সিভিল সার্জন অফিসের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকালে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। 

সিভিল সার্জন ডা. আব্দুস সালামের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক রওশনারা জামান, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মেহেদী হাসান প্রমুখ। 

এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টর-এর মাধ্যমে অ্যাডভোকেসি সভার মূল প্রতিপাদ্য টাইফয়েডের টিকাদান বিষয়ে উপস্থাপন করেন ডা. রাশেদ উদ্দিন মিজান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান। 

সভায় বিভিন্ন দপ্তরের প্রধানরা, স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সাতক্ষীরা জেলার ৫ লাখ ৫ হাজার শিশু-কিশোরকে আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টাইফয়েড-এর টিকা প্রদান করা হবে।