শিরোনাম
নেত্রকোনা, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কেন্দুয়া উপজেলায় "স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ" এ প্রতিপাদ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নেত্রকোনা ও বাংলাদেশ হেলথ ওয়াচ ঢাকা'র সহযোগিতায় আজ বুধবার বেলা ২টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. রহিছ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাসের পরিচালনায় এতে বক্তব্য দেন, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবীর চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক ফরিদা আক্তার, সিনিয়র মেডিকেল এ্যাসিস্ট্যান্ট অফিসার মনিরা হোসেন, জেলা স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রকল্প ব্যবস্থাপক কোহিনূর বেগম, কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি কানিজ সুলতানা (মিতু), সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঞা, সদস্য সাংবাদিক মো. রুকন উদ্দিন, বিদ্যালয়ের অষ্টম শিক্ষার্থী ইসরাত জাহান ইলা প্রমুখ। বক্তারা বাল্যবিবাহ, যৌন ও প্রজনন এবং স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে অভিমত পেশ করেন।
এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, একশত জন শিক্ষার্থী এবং সুধীজন উপস্থিত ছিলেন।