বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫

আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম

মঙ্গলবার মানিকগঞ্জ জেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আফরোজা খানম রিতা। ছবি: বাসস

মানিকগঞ্জ, ১০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আফরোজা খানম রিতা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে পুরুষদের তুলনায় নারী ভোটাররা বেশি ভোট দেবে।

মানিকগঞ্জ জেলা বিএনপির এই আহ্বায়ক বলেন, জেলার নারী ভোটাররা আগামী জাতীয় নির্বাচনে রেকর্ড তৈরি করতে চায়।

মঙ্গলবার মানিকগঞ্জ জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, মানিকগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. জিন্নাহ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কামরুননাহার মুন্নী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান প্রমুখ।