বাসস
  ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫

কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন-কাউন্সিল উপলক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সাত সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে দলটির কেন্দ্রীয় কমিটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।

সহকারী নির্বাচন কমিশনাররা হলেন- কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট শরীফুল ইসলাম, জেলা বার-এর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মনসুরুল হক আলম, সহকারী অধ্যাপক এ এস এম আজিজুর রহমান ভূঁইয়া, চিকিৎসক ডা. মোহাম্মদ ইমরান হাসান রকি ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শুকরানা।