বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৭

অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন ৫৯ কর্মকর্তা

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়েছে সরকার।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

সহকারি পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত উল্লেখযোগ্যরা হচ্ছেন- সৈয়দ ফয়েজ আহমেদ, মো. শাহিনুর ইসলাম, মো. আরিফুল ইসলাম, রাসেদুল ইসলাম, মো. লিয়াকত আকবর, জ্যোতির্ময় সাহা, জায়েন ঊদ্দীন মুহাম্মদ যিয়াদ,পার্থ চক্রবর্তী, জুয়েল রানা, মো. হাফিজুর রহমান, নজরুল ইসলাম, মমিনুল হক, মো. রবিউল ইসলাম শামিম।