বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮

চাঁদপুরে দুই মাদক কারবারি আটক 

দুই মাদক কারবারি আটক । ছবি : বাসস

চাঁদপুর, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার সদও উপজেলায় আজ নয়শ’ পিস ইয়াবা ও নগদ ৭১ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য বাশার দর্জির বাড়িতে অভিযানকালে তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন-হানারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য বাশার দর্জির স্ত্রী শাহিনা বেগম (৪০) এবং একই এলাকার নুরু গাজীর ছেলে মো. মোস্তফা গাজী (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে হানারচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য বাশার দর্জির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বাশার দর্জি পালিয়ে গেলেও তার স্ত্রী শাহিনা বেগম ও মোস্তফা গাজীকে পুলিশ আটক করে। এ সময় ইয়াবা ও নগদ অর্থ জব্দ করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।