বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৮

মীরসরাইয়ে পিকআপের ধাক্কায় একজন নিহত

চট্টগ্রাম উত্তর (‎‎মীরসরাই), ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের মীরসরাইয়ে মিনি পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ হোসেন (৫২) নামে এক ব্যক্তি।  

রোববার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছরারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর এলাকার মিজি বাড়ির ছৈয়দুল হকের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

ঘটনা সূত্রে জানা যায়, রোবাবর রাতে মোহাম্মদ হোসেন বাড়ি থেকে ছরারকুল এলাকায় চা খেতে যান। পথে চট্টগ্রামমুখী একটি মিনি পিকআপ ভ্যান পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হাসান রাসেল তথ্য নিশ্চিত করে বলেন, গতরাতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন নিহত হন। রাতেই তাকে পারিবারিকভাবে দাফন করা হয়।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী জানান, এ বিষয়ে তিনি অবগত নন।