বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯

দিনাজপুরে মাদকসহ কারবারি আটক

দিনাজপুরের কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা উদ্ধার। ছবি: বাসস

দিনাজপুর, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : দিনাজপুরের কাহারোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদকসহ এক কারবারিকে আটক করা হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার গড় মল্লিকপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মমিন হোসেন (৪০) গ্রামের দুলাল মিয়ার ছেলে।

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক মো. রাকিবুজামান তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গড় মল্লিকপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। তল্লাশি করে ওই বাড়ি থেকে কয়েক কেজি গাঁজা ও নগদ ৩১ হাজার ৬০০ টাকাসহ মমিন হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

স্থানীয়দের অভিযোগ, মমিন হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছে।  

কাহারুল থানার ওসি (পরিদর্শক) মো. সোহেল রানা জানান, মমিন হোসেনকে আজ সকালে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ডিএনসির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুর রহমান বলেন, আজ সোমবার দুপুরে মমিনকে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।