শিরোনাম
সিলেট, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি’র) একটি বিশেষ টহলদল ১ হাজার ৫৭১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি’র) একটি বিশেষ টহলদল আজ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় নজুরভাঙ্গা নামক স্থানে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি’র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, বিজিবি নজুরভাঙ্গা নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করা হয়।