বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৬

মুন্সীগঞ্জে সুপার সপের ম্যানেজারকে জরিমানা

জেলার টংগিবাড়ীতে বাজার মনিটরিংকালে একটি মিনি সুপার সপের ম্যানেজারকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি : বাসস

মুন্সীগঞ্জ, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস ) : জেলার টংগিবাড়ীতে বাজার মনিটরিংকালে পৃথিবী মিনি সুপার সপের ম্যানেজারকে ৭ হাজার টাকা জরিমানা করেছে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টংগিবাড়ী উপজেলার বালিগাঁও বাজারে বাজার  মনিটরিং করে।এ সময় ভ্রাম্যমান আদালত মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রি ও সংরক্ষণের দায়ে পৃথিবী মিনি সুপার সপের  ম্যানেজার মোহাম্মদ রমজানকে ৭ হাজার টাকা জরিমানা করে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন।