বাসস
  ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০

রাজবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত 

ছবি: বাসস

রাজবাড়ী, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচীর মধ্যদিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ শনিবার ইসলামিক ফাউন্ডেশনের রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত, নাতে রসুল, আলোচনাসভা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ ছাড়া জেলার সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে অনুরূপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান। 

সভায় অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তারিফ উল হাসান, রাজবাড়ী লজ্জাতুন্নেছার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. হেমায়েত উদ্দিন ও জেলা মডেল মসজিদের পেশ ইমাম আবু সাইয়েদ তৈয়ব প্রমুখ বক্তব্য রাখেন।