শিরোনাম
পটুয়াখালী, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে ফ্রি মেডিকেল চিকিৎসা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে আজ এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন, পটুয়াখালী জেলা ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক ডা. সাইফুল আজম রঞ্জুসহ উপস্থিত ছিলেন ড্যাব এর চিকিৎসকবৃন্দ, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ও চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।