শিরোনাম
শেরপুর, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ সদর উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ২ টায় শহরের স্বপ্নীল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলাম।
সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো.হযরত আলীর সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ এ বি এম মামুনুর রশীদ পলাশ।
সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডা.সানসিলা জেবরিন প্রিয়াংকা।
সভায় অন্যান্যের মধ্যে জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, এডভোকেট আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এস এম শহিদুল ইসলাম, শফিউল আলম চাঁন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।