শিরোনাম
মুন্সিগঞ্জ, ৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ওলামা-মাশায়েখদের বেতন বৃদ্ধিসহ সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শ্রীনগরের ছনবাড়ী স্ট্যান্ডে উপজেলা ওলামা দল আয়োজিত নবী করিম (সাঃ)-এর জন্ম ও ওফাত দিবস উপলক্ষে ওলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আজ কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, নির্বাচনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম, খতিব, মাদরাসা শিক্ষকসহ ওলামা-মাশায়েখদের বেতন বৃদ্ধি ও সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, বিদেশি বিনিয়োগ আসবে এবং সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে।
শ্রীনগর উপজেলা ওলামা দলের সভাপতি হারুন উর রশীদ সারেং এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তৃতা করেন সিরাজদিখান উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, দামলা মীরবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফ, কুশারী পাড়া মাদরাসার প্রিন্সিপাল মো. সুলতান, রাজদিয়া বাইতুস শরীফ জামে মসজিদের খতিব সোলেমান কাশেমী এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, সদস্য জসিম মোল্লা,ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক আলমগীর আলম প্রমুখ।
বিএনপি মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।