শিরোনাম
নেত্রকোনা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার দুর্গাপুর উপজেলার শিবগঞ্জের বাসিন্দা স্বামী-সন্তানহারা ৭০ বছর বয়সী সহায়-সম্বলহীন ও গৃহহীন শুক্কুরী বেগমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে।
বিএনপির আইন বিষয়ক সাংবাদিক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব নেত্রকোনার সন্তান ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক তত্ত্বাবধানে ঘরটি উপহার দেওয়া হয়।
ছোট নাতিকে নিয়ে থাকার মতো কোনো আশ্রয় ছিল না শুক্কুরী বেগমের। মানবিক উদ্যোগের অংশ হিসেবে তার জন্য এ ঘরটি নির্মাণ করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।