বাসস
  ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৫

কারিগরি শিক্ষা বোর্ডে জুলাই গণঅভ্যুত্থানের তথ্য আহ্বান

ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে স্মরণিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এ লক্ষ্যে বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের থেকে নিজের বা পরিবারে সংঘটিত চাক্ষুষ স্মৃতিচারণ সম্পর্কিত লেখা চাওয়া হয়েছে। 

আজ বুধবার কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, ফ্যাসিবাদীর অবসান এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা। আন্দোলনে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী সবাই এককাতারে দাঁড়িয়েছিল। এই গণঅভ্যুত্থানের ফলে জাতি এক নতুন চেতনায় উজ্জীবিত হয়, গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখে। জুলাইয়ের এ আন্দোলন শুধু রাজনৈতিক পরিবর্তনেরই নয় বরং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে।

এতে আরও বলা হয়েছে, জুলাই গণজাগরণের স্মৃতি ধরে রাখার জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বিশেষ স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে নিজের বা পরিবারে সংঘঠিত চাক্ষুষ স্মৃতিচারণ সম্পর্কিত লেখা আহ্বান করা যাচ্ছে যা অনধিক ১ হাজার শব্দের মধ্যে হবে। বর্ণিত বিষয়ে লেখা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে জুলাই গণজাগরণ স্মৃতি স্মরণিকা ২০২৫ সংক্রান্ত কমিটির পরিদর্শক ও আহ্বায়ক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলাম বরাবর পাঠানোর জন্য বলা হয়েছে।