শিরোনাম
রাজবাড়ী, ৩সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় ‘গ্রাম আদালতের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয়’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসকের কার্যালয় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী স্থানীয় সরকার বিভাগের উপ - পরিচালক, মাজহারুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারিফু উল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, ইউএনডিপি প্রতিনিধি শরিফা পারভীন, উপপরিচালক জেলা সমাজ সেবা, রুবাইয়াত ফেরদৌস, এবং উপপরিচালক মহিলা বিষয়ক কর্মকর্তা আজমীরী হোসেন এবং সহকারী পরিচালক, এল জি, আর ডি, হাফিজুর রহমান এবং মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ডিস্ট্রিক্ট ম্যানেজার শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন,গ্রামীণ জনপদে দীর্ঘদিন ধরেই সামান্য বিরোধ ও সামাজিক সমস্যা নিয়ে সাধারণ মানুষকে দূরবর্তী জেলা সদর আদালতে যেতে হতো। এতে অহেতুক সময় নষ্ট হতো, এবং বাড়তি টাকা খরচ হত।
গ্রাম আদালত প্রবর্তনে ‘অল্প সময়ে, স্বল্প খরচে, সঠিক বিচার পেতে দ্রুত কার্যকর একটি ব্যবস্থা পরিচালিত হচ্ছে। যে কারণে এর প্রতিপাদ্য দেয়া হয়েছে ‘অল্প খরচে, সঠিক সময়ে, সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে ’ স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।