বাসস
  ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৩

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ

ছবি: বাসস

বগুড়া, ২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা তাঁতীদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে শহরের রেলওয়ে ঈদগাহ মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক এমপি কাশেম ইসরাইল, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড সাইফুল ইসলাম হিরু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান আল-হেলাল, জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. শাহনেওয়াজ হোসেন প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি সানাউল হক সানা, সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বাবু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ ইসলাম মিলন, সহ-সভাপতি মাসুদ রানা, জেলা তাঁতীদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আজাদ, উপদেষ্টা আলমগীর কবির সুমনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।