বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১

ডিএমপি’র এডিসি শেখ রাজীবুল হাসান সাময়িক বরখাস্ত

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (কাউন্টার টেরোরিজম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন) শেখ রাজীবুল হাসানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

এই বিষয়ে আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত একটি গেজেট জারি করা হয়েছে।

সরকারি চাকরি বিধি ২০১৮ এর ধারা ৩৯ (১) এর বিধান অনুসারে তাকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এডিসি রাজীবুল হাসান সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত থাকবেন।