বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২০

জেনারেল ওসমানীর জীবনাদর্শ আরও বেশি আলোচনা করতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের জাতির প্রয়োজনেই জেনারেল এম এ জি ওসমানীর জীবন চর্চা করা প্রয়োজন। কারণ আমাদের দেশে তার মতো গুণী মানুষের খুবই অভাব।

আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেনারেল এম এ জি ওসমানীর ১০৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের সামনে আমরা যে সকল গুণী মানুষকে দেখি, তাদেরকেই আদর্শ হিসেবে গ্রহণ করি।  শিশুরাও তাই করে। তাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে জেনারেল এম এ জি ওসমানীর জীবনাদর্শ আরো বেশি আলোচনা করতে হবে।

বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এম. আজিজুর রহমান, বীর উত্তমের সভাপতিত্বে অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, বিচারপতি ড. মো. আবু তারিক, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল  এহসানুল গনি চৌধুরী, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।