বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮

ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃষ্টি উপেক্ষা করে র‌্যালি

ফেনীতে বৃষ্টি উপেক্ষা করে র‌্যালি। ছবি : বাসস

ফেনী, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, বর্তমান সরকার নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন, এজন্য প্রতিটি ঘরে বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিতে হবে। যেন বিএনপি বিপুল ভোটে বিজয়ী হতে পারে।

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে ফেনীর ট্রাংক রোডে প্রেসক্লাবের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও জালাল আহমেদ মজুমদার।

এ সময় বক্তব্য দেন জেলা যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা আহবায়ক ফজলুর রহমান বকুল ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল ও সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া প্রমুখ।

সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে একটি শোভাযাত্রাটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, জেলা যুবদল আহবায়ক নাসির উদ্দিন খন্দকার ও সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল ও শওকত আলী জুয়েল পাটোয়ারী, ওলামা দলের আহবায়ক হাফেজ মিজানুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজী, সাধারণ সম্পাদক জয়নব বানু, সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান প্রমুখ।