বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৪

চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ 

চাঁদপুরে ১ সেপ্টেম্বর, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ । ছবি : বাসস

চাঁদপুর, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুর এর উদ্যোগে শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

আজ সোমবার সকাল ৯ টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মাদ্রাসা রোডে অবস্থিত শিশু কল্যাণ ট্রাস্ট বিদ্যালয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন চাঁদপুরের নেতৃবৃন্দ, শিক্ষা অনুরাগী, শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন শান্ত। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন, ক্লিন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি, রাজনীতিক ও ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। এসময় নুরুল এসময় আমিন খান বলেন, আমরা আমাদের সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন থেকে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছি। চাঁদপুর শহরকে একটি দূষণমুক্ত নিরাপদ ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে আমাদের সংগঠনের কার্যক্রম সামনের দিনগুলিতে আরো বেগবান ভাবে করবে। তিনি শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ঘরবাড়ি, স্কুল এবং পাড়া মহল্লাও সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। 

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে খাতা কলম এবং বিদ্যালয়ে ডাস্টবিন বিতরণ করা হয়।