শিরোনাম
মেহেরপুর, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মেহেরপুরে মাদক মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে মেহেরপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নাসিম রেজা রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, গাংনীর করমদি মধ্যপাড়া গ্রামের জুয়েল হোসেন, স্বপন আলী, আবেদ আলী এবং টিপু মিয়া।
তথ্য নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম সাইদুর রাজ্জাক জানান, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর গাংনী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকবপুরে একটি ট্রাকে ( কুষ্টিয়া-ট-১১-২০০৯) তল্লাশি চালিয়ে ৪৬০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ সময় ঘটনাস্থল থেকে স্বপন আলী, আবেদ আলী ও টিপু মিয়াকে আটক করা হয়, তবে জুয়েল হোসেন পালিয়ে যায়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় মামলা করা হয়।