বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১০

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক। ছবি: বাসস

চাঁদপুর, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথ বাহিনী অভিযান চালিয়ে শাহাদাত হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে।

আজ সোমবার দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বিশকাটালি এলাকা থেকে মাদক কারবারি শাহাদাতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭ হাজার ৯৪০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আটক ব্যক্তি ও মাদকদ্রব্য ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।