বাসস
  ৩০ আগস্ট ২০২৫, ১৩:২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের উদ্বোধন

শনিবার জেলায় খাদ্য বন্ধ কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ছবি : বাসস

দিনাজপুর, ৩০ আগস্ট, ২০২৫(বাসস): জেলার ১০৩টি ইউনিয়নের এক লাখ ৫ হাজার ৭৮১ জন উপকারভোগী প্রতিমাসে ১৫ টাকা কেজি দরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

আজ সকাল সাড়ে ১০ টায় জেলার ফুলবাড়ী উপজেলার ২'নং আলাদীপুর ইউনিয়ন পরিষদে এক হাজার ২৭ জন উপকারভোগীর মাঝে এই চাল বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সুবীর নাথ চৌধুরী বাসস’কে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জেলার ১৩ টি উপজেলায় ১০৩ টি ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে প্রতিমাসে এক হাজার ২৭ জন উপকারভোগী খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবেন। 

সে অনুযায়ী জেলার ১৩ টি উপজেলার ১০৩ টি ইউনিয়নে এক লাখ ৫ হাজার ৭৮১ জন উপকারভোগী খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল ক্রয়ের সুবিধা পাচ্ছেন।খাদ্যবান্ধব কর্মসূচির চাল আগামী অক্টোবর মাস পর্যন্ত বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরো বলেন,চলতি আগস্ট মাসে আজ  ফুলবাড়ী উপজেলায় আলাদীপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে জেলার সব গুলো উপজেলায় এই কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন,প্রতিমাসে এই জেলার জন্য খাদ্যবান্ধব  কর্মসূচির  ৩ হাজার ১৭৩ দশমিক ৪৩ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। চাহিদা থাকলে উপকারভোগীদের  সংখ্যা আরো বাড়ানো যেতে পারে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রাজেউর রহমান,ট্যাগ অফিসার মো. জাকির হোসেন উপ-সহকারী কৃষি অফিসার সহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।