বাসস
  ২৯ আগস্ট ২০২৫, ২০:৩৩

বান্দরবানে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ

বান্দরবান জেলা সদরে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। ছবি: বাসস

বান্দরবান, ২৯ আগস্ট ২০২৫ (বাসস) : জেলার সদরে আজ বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে জেলা সদরের টংকাবতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়।

এ সময় ৫নং টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়ং ম্রো প্রদীপ এবং টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি উদ দৌলা সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফসল ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া পাঁচ ব্যক্তিকে বন বিভাগের উদ্যোগে মোট একলাখ ৩০ হাজার টাকা ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।